## শীঘ্রই একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে :
★অনলাইনে আবেদন ২৪ জুলাই – ৯ আগস্ট পর্যন্ত চলবে। ★প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে ২১ আগস্ট রাত ৮টায়।
★প্রথম পর্যায়ের নিশ্চায়ন করতে হবে ২৫ আগস্ট রাত ৮টার মধ্যে।
★দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ২৬-২৮ আগস্ট।
★এ পর্যায়ের ফল প্রকাশ হবে ৩১ আগস্ট রাত ৮টায়।
★তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ৫-৮ সেপ্টেম্বর পর্যন্ত। ★এ ধাপের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।
★সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৪ সেপ্টেম্বর।
★ভর্তি শুরু হবে ১৫-২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
★সব প্রক্রিয়া শেষে ৩০ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে ।
## সৌজন্যে : নীলকান্ত সরকারি কলেজ, মনোহরগঞ্জ, কুমিল্লা।
EIIN NO : 105954.